প্যাসকেল (একক)

testwiki থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন

টেমপ্লেট:Infobox Unit প্যাসকেল (চিহ্ন: Pa) হল চাপের একটি এসআই লব্ধ একক যা অভ্যন্তরীণ চাপ, পীড়ন, ইয়ং-এর গুণাঙ্ক ইত্যাদিতে ব্যবহৃত হয়। এটি এক নিউটন প্রতি বর্গমিটার দ্বারা সঙ্গায়িত।[১] এই এককটির নাম ব্লেইজ প্যাসকেলের নামে নামকরণ করা হয়েছে। ১৯৭১ সালে ১৪তম ওজন ও পরিমাপের সাধারণ সম্মেলনে নিউটন প্রতি বর্গ মিটারের জন্য প্যাসকেল নামটি নেয়া হয়েছে।

এস আই লব্ধ একক অথবা এসআই মৌলিক একক দ্বারা প্যাসকেল প্রকাশ করা যেতে পারে:

যেখানে N হল নিউটন, m হল মিটার, kg হল কিলোগ্রাম, s হল সেকেণ্ড এবং J হল জুল।[২]

ব্যবহার

প্যাসকেল এবং কিলোপ্যাসকেল চাপ পরিমাপের একক হিসেবে পৃথিবীর অনেক দেশে পাউন্ড প্রতি বর্গ ইঞ্চি (psi) এর পরিবর্তে ব্যবহৃত হয়। ভূপদার্থবিজ্ঞানীরা পৃথিবীর টেকটনিক চাপ ও পীড়ন পরিমাপে গিগাপ্যাসকেল (GPa) ব্যবহার করেন।

তথ্যসূত্র

টেমপ্লেট:সূত্রতালিকা

বহিঃসংযোগ

টেমপ্লেট:SI units